Sunday, May 3, 2015

ডাটার দাম কমাতে হবে

বি, টি আর , সি ,র (সরকারের) নিকট আমাদের দাবীসমূহঃ
১. অতি শীঘ্রই ১ জিবি ডাটার দাম ২০ টাকা নির্ধারণ করতে হবে।
২.৩জি কভারেজ না দিয়ে ২জি এলাকায় ৩জির বিল নেওয়া যাবে না।
৩. ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের ডাটা প্যাকেজ চালু করার
সাথে সাথে যোগ করে দিতে হবে ।
৪. ১ জিবির মেয়াদ ১ বছর করতে হবে।
৫. ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
৬.নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।
৭. আনলিমিটেড নামে কোন বিজ্ঞাপন দেওয়া যাবে না।
৮. ফ্রি নামের কোন ডাটা অপার করা যাবে না। ( কারণ প্রতিটি ফ্রি অপার মানে নতুন প্রতারণা ) collected
৯। ঢাকা সিটি কে ওয়াইফাই নগরি ঘোষনা করে প্রতিটি পাবলিক প্লেসে বিনা মুল্যে ইন্টারনেট ব্যাবহারের সুযোগ দিতে হবে

No comments:

Post a Comment