Sunday, May 3, 2015

চিকিৎসক এবং শিক্ষক

সুচিকিৎসা মানুষের খুবই মৌলিক স্পর্শকাতর একটা ইস্যু।
এজন্য আবহমান কাল ধরেই চিকিৎসকেরা মানুষের প্রয়োজনের এবং শ্রদ্দার পাত্র হিসেবে ছিল এবং এখনো আছে, তবে সবাই নয়
আমি ব্যক্তিগত ভাবে চিকিৎসক এবং শিক্ষক এই দুই পেশার লোকদের খুবি শ্রদ্দা করি, আবার খুবই ঘৃণা করি,
কারন দুটি পেশাই সেবার, মানুষ কে দেওয়ার, ঊপরওয়ালা যাদের যোগ্যতা দেন, মেধা এবং মন তারাই এই পেশায় আসে, রাত দিন পরিশ্রম করে ছুটে যায় আসুখি মানুষের মুখে হাসি ফুটাতে, জ্ঞ্যান দান করতে, নতুন দিনের সপ্ন, বেঁচে থাকার সপ্ন, মানুষ নানা সপ্ন, আশার মালা গাথে এইসব পেশার সন্মানিত মানুষদের হাত ধরেই...।।
আর যখন এই পেশার মানুষ গুলো কে দেখি পুরো ব্যাবসায়ী, থু থু দিতে ইচ্ছে করে, রোগীর সাথে ঠিক মত কথা না বলে, শুধু শুদু কিছু টেস্ট, ৫০০/১০০০ টাকা ভিসিট, টেস্ট কমিশন, ভূল চিকিৎসা, ঔষুধ কোম্পানির কমিশন, এক কথায় কষাই এর কাজ, কাট ছির টাকা কামাই কর, বলুন কেমন লাগে?
৫০০টাকা কামাই করতে কতক্ষন সময় লাগে? আর একটা রুগ্ন মানুষ কে বেকায়দায় আটকে ২/১ মিনিটে ৫০০ টাকা ভিসীট নেওয়া কতটুকূ যুক্তি সঙ্গত ?
কিছু কিছু শিক্ষকেরা ও টাকার জন্য ক্লাসে না পডিয়ে, পরিক্ষায় ফেল করিয়ে, তার কাছে নামকাওয়াস্তে প্রাইভেট পডতে বাদ্য করে, পরে তাকে পাশ করিয়ে দেওয়া হয়, বলুন এদের কে কি করতে ইচ্ছে করে?
প্রাইভেট চিকিৎসা, পারাইভেট শিক্ষা থাকবেই, থাকা ঊচিত, কিন্তু সরকারের উচিত কোন যোগ্যতার কোন ডাক্তারের কত ফী হবে, অথবা টীউশন ফী কত হবে এইসব ...
বি,দ্র, ঃ এখনো সমাজের অনেক চিকিৎসক, শিক্ষক আছে যারা সত্যি অনেক শ্রদ্দার এবং সন্মানের

No comments:

Post a Comment