Wednesday, May 6, 2015

নগর জীবন

এই নগরের নির্বাচিত ! এবং অনির্বাচিত জামানত খোয়া যাওয়া হইতো নগর পিতা গনের নিকট প্রশ্ন????

কত টাকা খরচ করেছেন সিটি নির্বাচনে? কি পেলেন? কি পান নাই?
কখোনো কি গাডির গ্লাস নামিয়ে তাকিয়ে দেখেছেন রাস্তার দিকে? কি করে অভুক্ত পথ শিশু গুলো  অসহায় তাকিয়ে থাকে?
কিকরে পথ শিশু গূলো নেশায় আশক্ত হতে থাকে,
আফিস ফেরত নিম্ন আয়ের চাকুরেরা কিভাবে লোকাল বাসে চডার জন্য যুদ্ধে নামে, কি করে শ্রম জিবী মহিলারা, আফিস ফেরত মহিলারা অসহায় তাকিয়ে থাকে গাডির আশায়?
জনিনা আপনাদের গাডীর কালো গ্লাসের বাইরের কিছু আপ্নারা দেখেন কিনা? নাকি শুধু লোক দেখানোর জন্য ভোট পাওয়ার জন্য ঝাঁডু হাতে নামেন, অথবা এসি গাডিতে বসে এপেলের দামি গেজেটে আগামী দিনের নিজস্ব ব্যাবসার পরিধী বাডানোর মহা পরিকল্পনায় ব্যস্ত থাকেন।
একবার নেমে আসুন এই নগরের রাস্তায়, অনুভব করুন সাধারন মানুষদের আসাধরন সমস্যা গুলো .........

Sunday, May 3, 2015

চিকিৎসক এবং শিক্ষক

সুচিকিৎসা মানুষের খুবই মৌলিক স্পর্শকাতর একটা ইস্যু।
এজন্য আবহমান কাল ধরেই চিকিৎসকেরা মানুষের প্রয়োজনের এবং শ্রদ্দার পাত্র হিসেবে ছিল এবং এখনো আছে, তবে সবাই নয়
আমি ব্যক্তিগত ভাবে চিকিৎসক এবং শিক্ষক এই দুই পেশার লোকদের খুবি শ্রদ্দা করি, আবার খুবই ঘৃণা করি,
কারন দুটি পেশাই সেবার, মানুষ কে দেওয়ার, ঊপরওয়ালা যাদের যোগ্যতা দেন, মেধা এবং মন তারাই এই পেশায় আসে, রাত দিন পরিশ্রম করে ছুটে যায় আসুখি মানুষের মুখে হাসি ফুটাতে, জ্ঞ্যান দান করতে, নতুন দিনের সপ্ন, বেঁচে থাকার সপ্ন, মানুষ নানা সপ্ন, আশার মালা গাথে এইসব পেশার সন্মানিত মানুষদের হাত ধরেই...।।
আর যখন এই পেশার মানুষ গুলো কে দেখি পুরো ব্যাবসায়ী, থু থু দিতে ইচ্ছে করে, রোগীর সাথে ঠিক মত কথা না বলে, শুধু শুদু কিছু টেস্ট, ৫০০/১০০০ টাকা ভিসিট, টেস্ট কমিশন, ভূল চিকিৎসা, ঔষুধ কোম্পানির কমিশন, এক কথায় কষাই এর কাজ, কাট ছির টাকা কামাই কর, বলুন কেমন লাগে?
৫০০টাকা কামাই করতে কতক্ষন সময় লাগে? আর একটা রুগ্ন মানুষ কে বেকায়দায় আটকে ২/১ মিনিটে ৫০০ টাকা ভিসীট নেওয়া কতটুকূ যুক্তি সঙ্গত ?
কিছু কিছু শিক্ষকেরা ও টাকার জন্য ক্লাসে না পডিয়ে, পরিক্ষায় ফেল করিয়ে, তার কাছে নামকাওয়াস্তে প্রাইভেট পডতে বাদ্য করে, পরে তাকে পাশ করিয়ে দেওয়া হয়, বলুন এদের কে কি করতে ইচ্ছে করে?
প্রাইভেট চিকিৎসা, পারাইভেট শিক্ষা থাকবেই, থাকা ঊচিত, কিন্তু সরকারের উচিত কোন যোগ্যতার কোন ডাক্তারের কত ফী হবে, অথবা টীউশন ফী কত হবে এইসব ...
বি,দ্র, ঃ এখনো সমাজের অনেক চিকিৎসক, শিক্ষক আছে যারা সত্যি অনেক শ্রদ্দার এবং সন্মানের

ডাটার দাম কমাতে হবে

বি, টি আর , সি ,র (সরকারের) নিকট আমাদের দাবীসমূহঃ
১. অতি শীঘ্রই ১ জিবি ডাটার দাম ২০ টাকা নির্ধারণ করতে হবে।
২.৩জি কভারেজ না দিয়ে ২জি এলাকায় ৩জির বিল নেওয়া যাবে না।
৩. ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের ডাটা প্যাকেজ চালু করার
সাথে সাথে যোগ করে দিতে হবে ।
৪. ১ জিবির মেয়াদ ১ বছর করতে হবে।
৫. ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
৬.নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।
৭. আনলিমিটেড নামে কোন বিজ্ঞাপন দেওয়া যাবে না।
৮. ফ্রি নামের কোন ডাটা অপার করা যাবে না। ( কারণ প্রতিটি ফ্রি অপার মানে নতুন প্রতারণা ) collected
৯। ঢাকা সিটি কে ওয়াইফাই নগরি ঘোষনা করে প্রতিটি পাবলিক প্লেসে বিনা মুল্যে ইন্টারনেট ব্যাবহারের সুযোগ দিতে হবে