Monday, February 23, 2015

অনবরত বাংলাদেশের মানুষ পেট্রল বোমায় পুডে মরছে, ক্রস ফায়ার, গুম, সীমান্তে খুন হচ্ছে, সডকে, নদীতে ডুবে মরছে, দেশে মরছে, বিদেশে মরছে,
কার কি আসে যায়, যার যায় সে বুজে, তার পরিবার বুজে,
তবুও থামেনা ক্ষমতা লোভীদের হোলু খেলা, তাদের কি। তারাতো নিরাপত্তায় নিরাপদেই আছে, কার কি হলো না হলো তাদের কি? আমরা ঠিকই ভুলে যাবো, যেমন ভূলে গেছি আগের লঞ্চ ডুবি, ফেলানি কে, সাগর রুনিকে, বি ডি আর দের কে, অথবা হেফাজতের ঘটনা কে, লিমন কে, বিসশ জিত কে,,,,,, এভাবে অনবরত ভুলে যাবো, চুপ করে থাকবো, মেনে যাব
আসলেই কি চুপ করে থাকবো?
না না না
জেগে ঊঠো তরুন , জেগে উঠুক বাংলাদেশ , তোমার হাতেই উডুক নব বিজয়ের পতাকা, বাংলাদেশ গ্রীন পারটি তোমায় হাতছানি দিয়ে ডাকছে,

No comments:

Post a Comment