Monday, February 23, 2015

বাংলাদেশের নতুন দিগন্ত

৪৪ বছরের রাজনীতি থেকে আমরা কি পেলাম? হরতাল, আবরোদ, দেশের সম্পদ হানি, পেট্রল বোমা, বিচার বহির্ভূত হত্যা কান্ড, গুম খুন , ধর্ষণ সন্ত্রাস, রাহাজানি দুর্নীতি কালো টাকা এইসবের মানেই রাজনিতি আর রাজনিতির মানেই এইসব । দেশের মানুশের কথা কজনেই বা ভেবেছেন?
কজনেই বা মানে রেখেছেন এ কে ফাজলুল হক, মাওলানা ভাসানী, বঙ্গ বন্ধু শেখ মুজিব, জিয়াঊর রাহমান প্রমুখের নিতে আদর্শ দেশ প্রেমের কথা ?
জাতি এখন মুক্তি ছায়... ফেরারি, ল্যাম্বার গিনির এই যুগে বস্তা পচা এম্বাসেডর মারুতি গাডি ছলেনা। দুনিয়া এখন ছলচে চিতার গতিতে আর আমাদের রাজনিতি বিদরা আমাদের চালাচ্ছেন কচ্চপের গতিতে।। পিছিয়ে যাচ্ছি দিন দিন শুদু পচা রাজনিতির কারনে।
দশকের পর দশক দুইটা রাজনিতিক দল ই বাংলাদেশ কে শোষন করেছে। আর একটা দলের কথা কি বলব। দেশ আজ গনতন্ত্রের নামে চলছে পরিবার তন্তের ইশারায়। democracy একটা শব্দ আছে যেটা বাংলাদেশের গনতন্ত্র থেকে যোযন যোযন মাইল দূরে।
ক্ষমতায় যাওয়ার সংগ্রাম আর ক্ষমতা রক্ষার সংগ্রাম ছারা আমরা আর কি পেয়েছি ? দুটা দলের কি কোন ধরনের কিই বা গুনগত পার্থক্য আছে? প্রকৃত গন্তন্ত্রের দেখা বাংলাদেশ কি পাবেনা? আমরা কি আশা করতে পারিনা একটি
" দুর্নীতি মুক্ত পরিবেশ বান্ধব মেধা ভিত্তিক বাংলাদেশের "
যেখানে দেশ থাকবে জনগনের। গনতন্ত্র থাকবে সার্বজনীন। দল থেকে রাষ্ট্র সব খানে থাকবে প্রকৃত গণতন্ত্রের আবহ । নিরাপধে মান ইজ্জত নিয়ে বেচে থাকার আধিকার।
দেশে দেশে আজ রব ঊঠেছে । পুরনো গুনে ধরা দুর্নীতিবাজ আদর্শহীন রাজনিতিকে প্রত্যাক্ষান করার এখনি সময়। পাশের দেশ ইন্ডিয়ায় কি দেখলাম। কংরেস, বি যে পি, গো হারা হেরেছে এক নবজাতক দলের কাছে। এক প্রকৌশলীর নেতৃত্যে সদ্য গডা আম আধমি পারটির কাছে । দিল্লির মানুষ যদি জাগতে পারে আমরা গুমাবো কেন। জেগে ঊঠি ............।।
আমাদের তরুন রা নিজ যোগ্যতায় দুনিয়া জয় করতেছেন। আর যদি আমরা আমাদের দেশটা কে সাজাতে পারি সবুজ দিয়ে, শান্তি দিয়ে দুনিয়া বাসি অভাক হয়ে তাকিয়ে দেখবে বাংলাদেশ কি পারে...।
তাই বয়সে এবং মননে তরুনদের আহবান করছি দেশের মাটি ও মানুশের কথা ছিন্তা করার এখনেই সময় । এখনি সময় নতুন রাজনিতির। এখনি সময় বাংলাদেশ গ্রীন পার্টি তে যোগ দেওয়ার
www.bangladeshgreenparty.blogspot.com
https://www.facebook.com/groups/Bangladeshgreenparty/?ref=bookmarks
https://www.facebook.com/pages/Bangladesh-Green-Party/328490533959462?ref=bookmarks

বাংলাদেশ গ্রীন পার্টি

প্রিয় দেশ প্রেমি তরুন সমাজ (বয়সে ও মননে )
দেশ আজ কোন আবস্থানে আছে বলে মনে হয়? প্রচলিত রাজনিতি কি দিতে পেরেছে সেই কাঙ্খিত লক্ষ্য যার জন্য ত্রিশ লক্ষ শহীদ প্রাণ দিয়েছিল, দুনিয়া এগিয়ে যাচ্ছে সুপার সনিক গতিতে আর আমরা আমাদের নষ্ট রাজনিতিক কারনে পিছিয়ে যাচ্ছি দিনের পর দিন,
জনগনের ভোটের আধিকারের নামে ক্রস ফায়ার, বন্ধুক যুদ্ধ, পেট্রল বোমায় মরছে মানুষ, কেঊ ক্ষমতায় যাওয়ার জন্য আর কেউ ক্ষমাতায় থাকার জন্য নিয়মিত লঙ্গন করছে মানবতা,
যেখানে গনতন্ত্রের নামে দেশে চলছে পুলিশি শাষন, প্রচার মাধ্যম চলছে নিয়ন্ত্রনের মাধ্যমে, বিচার বিবাগ বা আন্য প্রতিস্টান নিয়ে ও প্রশ্ন কম নয়,
আপনার কি মনে হয়না এই পুরানো রাজনিতির পরিবরতনের সময় এসেছে,
সময় এসেছে " পরিবেশ বান্দব, দুরনিতি মুক্ত মেধা ভিত্তিক বাংলাদেশের"
প্রকত গনতন্ত্র, বিশব মানের করম মুখি শিক্ষা, যাঞ্জট মুক্ত যোগাযোগ ব্যবস্থা, পরিছন্ন নগারায়ন, হরতাল সন্ত্রাস মুক্ত সমাজ, শ্রমিক অধিকার, প্রবাসিদের মরযদা প্রধান, নারীর ক্ষমতায়ন এইসব কবে বাস্তবায়ন হবে? কে করবে ?
আপনি আমি কেঊ না কেউ তো এগিয়ে আসতে হবে, বাচাতে হবেনা দেশটাকে? কেঊনা কেউ কেউ কে তো মাহাথির হতে হবে,দেখছেননা পাশের দেশে শত বছরের পুরানো দল কে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে আম আধমি পারটি,
তবে আমরা কেন নয়?
আমরা কেন বরন করছি না বাংলাদেশ গ্রীন পারটি কে. শেয়ার করুন কমেণ্টস করুন
অনবরত বাংলাদেশের মানুষ পেট্রল বোমায় পুডে মরছে, ক্রস ফায়ার, গুম, সীমান্তে খুন হচ্ছে, সডকে, নদীতে ডুবে মরছে, দেশে মরছে, বিদেশে মরছে,
কার কি আসে যায়, যার যায় সে বুজে, তার পরিবার বুজে,
তবুও থামেনা ক্ষমতা লোভীদের হোলু খেলা, তাদের কি। তারাতো নিরাপত্তায় নিরাপদেই আছে, কার কি হলো না হলো তাদের কি? আমরা ঠিকই ভুলে যাবো, যেমন ভূলে গেছি আগের লঞ্চ ডুবি, ফেলানি কে, সাগর রুনিকে, বি ডি আর দের কে, অথবা হেফাজতের ঘটনা কে, লিমন কে, বিসশ জিত কে,,,,,, এভাবে অনবরত ভুলে যাবো, চুপ করে থাকবো, মেনে যাব
আসলেই কি চুপ করে থাকবো?
না না না
জেগে ঊঠো তরুন , জেগে উঠুক বাংলাদেশ , তোমার হাতেই উডুক নব বিজয়ের পতাকা, বাংলাদেশ গ্রীন পারটি তোমায় হাতছানি দিয়ে ডাকছে,

Thursday, February 12, 2015

রাজনিতিক পরিবর্তন এখন সময়ের প্রয়েজন

৪৪ বছরের রাজনীতি থেকে আমরা কি পেলাম? হরতাল, আবরোদ, দেশের সম্পদ হানি, পেট্রল বোমা, বিচার বহির্ভূত হত্যা কান্ড, গুম খুন , ধর্ষণ সন্ত্রাস, রাহাজানি দুর্নীতি কালো টাকা এইসবের মানেই রাজনিতি আর রাজনিতির মানেই এইসব । দেশের মানুশের কথা কজনেই বা ভেবেছেন?
কজনেই বা মানে রেখেছেন এ কে ফাজলুল হক, মাওলানা ভাসানী, বঙ্গ বন্ধু শেখ মুজিব, জিয়াঊর রাহমান প্রমুখের নিতে আদর্শ দেশ প্রেমের কথা ?
জাতি এখন মুক্তি ছায়... ফেরারি, ল্যাম্বার গিনির এই যুগে বস্তা পচা এম্বাসেডর মারুতি গাডি ছলেনা। দুনিয়া এখন ছলচে চিতার গতিতে আর আমাদের রাজনিতি বিদরা আমাদের চালাচ্ছেন কচ্চপের গতিতে।। পিছিয়ে যাচ্ছি দিন দিন শুদু পচা রাজনিতির কারনে।
দশকের পর দশক দুইটা রাজনিতিক দল ই বাংলাদেশ কে শোষন করেছে। আর একটা দলের কথা কি বলব। দেশ আজ গনতন্ত্রের নামে চলছে পরিবার তন্তের ইশারায়। democracy একটা শব্দ আছে যেটা বাংলাদেশের গনতন্ত্র থেকে যোযন যোযন মাইল দূরে।
ক্ষমতায় যাওয়ার সংগ্রাম আর ক্ষমতা রক্ষার সংগ্রাম ছারা আমরা আর কি পেয়েছি ? দুটা দলের কি কোন ধরনের কিই বা গুনগত পার্থক্য আছে? প্রকৃত গন্তন্ত্রের দেখা বাংলাদেশ কি পাবেনা? আমরা কি আশা করতে পারিনা একটি
" দুর্নীতি মুক্ত পরিবেশ বান্ধব মেধা ভিত্তিক বাংলাদেশের "
যেখানে দেশ থাকবে জনগনের। গনতন্ত্র থাকবে সার্বজনীন। দল থেকে রাষ্ট্র সব খানে থাকবে প্রকৃত গণতন্ত্রের আবহ । নিরাপধে মান ইজ্জত নিয়ে বেচে থাকার আধিকার।
দেশে দেশে আজ রব ঊঠেছে । পুরনো গুনে ধরা দুর্নীতিবাজ আদর্শহীন রাজনিতিকে প্রত্যাক্ষান করার এখনি সময়। পাশের দেশ ইন্ডিয়ায় কি দেখলাম। কংরেস, বি যে পি, গো হারা হেরেছে এক নবজাতক দলের কাছে। এক প্রকৌশলীর নেতৃত্যে সদ্য গডা আম আধমি পারটির কাছে । দিল্লির মানুষ যদি জাগতে পারে আমরা গুমাবো কেন। জেগে ঊঠি ............।।
আমাদের তরুন রা নিজ যোগ্যতায় দুনিয়া জয় করতেছেন। আর যদি আমরা আমাদের দেশটা কে সাজাতে পারি সবুজ দিয়ে, শান্তি দিয়ে দুনিয়া বাসি অভাক হয়ে তাকিয়ে দেখবে বাংলাদেশ কি পারে...।
তাই বয়সে এবং মননে তরুনদের আহবান করছি দেশের মাটি ও মানুশের কথা ছিন্তা করার এখনেই সময় । এখনি সময় নতুন রাজনিতির। এখনি সময় বাংলাদেশ গ্রীন পার্টি তে যোগ দেওয়ার
https://www.facebook.com/pages/Bangladesh-Green-Party/328490533959462?ref=bookmarks