Monday, June 29, 2015

আপনি ই হতে পারেন মাহাথির ---------------------

আপনি ই হতে পারেন মাহাথির ---------------------

স্বাধীনতার ৪১ বচর পর আপ্নার মনে কি প্রশ্ন জাগেনা, আমরা ঠিক জায়গায় আছি কিনা?
আমাদের পরে যেসব দেশ স্বাধীন হয়েছে আমরা তাদের ছেয়ে আগানো নাকি পিছানো ?
যে ভাষার জন্ন গনতন্ত্রের জন্ন  ইজ্জত দিয়েছে দুই লাখ মা বোন, শহিদ হয়েছে ৩০ লাখ আমরা কি পেয়েছি সেই কান্খিত গনতন্ত্র ?

আমরা পেয়েছি নোবেল, আমাদের ছেলে মেয়েরা জয় করেছে হিমালয়, আমরা পেয়েছি বিশ্ব সেরা অলরাঊন্ডার, আমাদের সেনা বাহীনি কাজ করছে শান্তি মিশনে, আমাদের প্রকউশলী, ডাক্তার ও ভিবিন্ন পেশা জীবিরা কাজ করছে বিশ্বের নানা প্রান্তে অত্তান্ত সুনামের সাথে,

আমাদের দেশের গার্মেন্ট্স কর্মিরা মেড ইন বাংলাদেশ ব্রান্ড প্রমোশনে বিশ্বের ২য় গার্মেট্স রপ্তানিকরক দেশ হিসেবে মর্যদার আসনে নিয়ে গেছে, প্রবাসিদের টাকায় আর গার্মেন্টস রপ্তানির টাকায় বাংলাদেশ বেন্কের রিজার্ভ বাডতেছে নিয়মিত,

কিন্তু ----------------------------------

তবু আমরা পিছনে ,,,,,,,,,
কেন??????????
কি কারন?
কেন আমরা  মালোশিয়া হতে পারিনাই? কেন ভিয়েতনাম হতে পারিনাই? কেন সিংগাপুর হতে পারিনাই? কেন আমাদের ৩০ লাখ শহিদের সপ্নের সোনার বাংলা আমরা গডতে পারিনাই? কেন রাজ পথে আমরা কথা বলতে পারিনা? কেন কোমল মতি ছাত্রীরা পুলিশএর বূটের লাথি খায়? কেন বিশ্বজিত রা রাস্তায় বেদডক মরে? কেন পেট্রল বোমায় মরে পডে নিরিহ পথ যাত্রি, হেল্পার, ড্রাইভার, কেন মানুষ ঘুম হবে? খুন হবে ? কেন ঘন্টার পর ঘন্টা জেমে আট্কা পরে থাকবো ভাংগা ছুরা রাস্তায়, কেন আভেলিত হবে গার্মেন্ট্স এবং প্রবাসি কর্ম জীবিরা ? 
খাদ্দে ভেজাল, শিক্খায় দুর্নিতি আর ধান্দা, চিকিত্সায় কসাইগিরি , কোথায় মনবধিকার কথায় কি? এজ্ন্নই কি প্রান দিয়েছিল ৩০ লাখ মানুষ???

আরো হাজারো কেন প্রশ্নের আর্তনাদ হয়তো বাতাসেই মিলিয়ে যায়, শুনার কেঊ নাই, এই কেনর কি কোন উত্তর নাই?

কিছু উত্তর মনে হয় আপ্নার জানা, রাজনীতি !!!!!!!!!!!!!!
হে রাজনিতী, গুনে ধরা বর্তমান রাজনিতি ঈ এজন্ন দায়ী
দরকার পরিবর্তনের, দরকার নতুন কিছুর
যেখানে দুর্নিতি থাকবে  যাদুঘরে, পরিবেশ বান্ধব ভাবেই মেধাবিরাই চালাবে দেশ
অধিকার থাকবে সকল নাগরিকের
সন্মান থাকবে দেশের জন্ন কাজ করা বীরদের
প্রবাসি রা সন্মান পাবে, রক্খা পাবে বিডম্বনা থেকে, শ্রমিকদের অধিকার থাকবে মানইক ভাবে সুন্ধর ভবিস্শতের,
বেকারত্ত থাক্বে নিয়ন্ত্রনে
সর্বপরি এক মানবিক দেশে পরিনত হবে আমার স্বদেশ, যেখানে মমতা ভালোবাসা থাকবে সকল নাগরিকের প্রতি আর আধুনিকতা থাক্বে উন্নত বিশ্বের। চাই নতুন রাজনিতির, চাই নতুন নেত্রিত্ত, চাই এক মাহাথিরের----------

আপনি ই হতে পারেন মাহাথির
যোগ দিন বাংলাদেশ গ্রীন পার্টি তে

https://www.facebook.com/pages/Bangladesh-Green-Party/328490533959462?ref=bookmarks
www.bangladeshgreenparty.blogspot.com
https://www.facebook.com/groups/Bangladeshgreenparty/?ref=bookmarks

            --------- অনিচ্ছাক্রিত কিছু বানান ভুলের জন্ন দুক্খিত